আলমডাঙ্গায় ঔষুধের ফার্মেষীতে ও গ্যাস সিলিন্ডারের দোকানে জরিমানা
হাট বোয়ালিয়া প্রতিনিধি: আলমডাঙ্গা হাট বোয়ালিয়া বাজারে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ঔষধের ফার্মেষীতে ও গ্যাস সিলিন্ডারের দোকানে জরিমানা করেছে। গতকাল বুধবার দুপুরে হাটবোয়ালিয়া বাজারে ভোক্তা অধিকার আইনে মেয়াদ উত্তীর্ন ওষুধ, ফ্রি শ্যাম্পুল রাখা ও দোকানে অগ্নিনির্বাপক না থাকায় ২টি প্রতিষ্ঠানে ৭ হাজার টাকা জরিমানা করেছে।
জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ আলমডাঙ্গা হাটবোয়ালিয়া বাজারে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন।
অভিযানে হাটবোয়ালিয়া বাজারে মেসার্স দেশ ফার্মেসীতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয়ের অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৭,৫১ ধারায় ৫,০০০/- টাকা ও মেসার্স নুহু নবী সাইকেল স্টোরে লাইসেন্স এর শর্ত অমান্য করে গ্যাস সিলিন্ডার বিক্রয়ের অপরাধে ৫২ ধারায় ২,০০০/- টাকা জরিমানা করেন। এসময় কিছু ফলের দোকান পরিদর্শন করে তাদেরকে ফলের মুল্যতালিকা প্রদর্শন ও ক্রয় রশিদ সংরক্ষণ করতে নির্দেশ প্রদান করেন।
এরপর ভালাইপুর-আসমানখালী-হাটবোয়ালিয়া রোডে বাস, নসিমন গুলো অতিরিক্ত ভাড়া নেওয়া বা স্বাস্থ্যবিধি মেনে চলছে কিনা তা তদারকি করেন। কয়েকটি বাস ও নসিমনে কিছু অনিয়ম দেখতে পান। পরে তিনি অনিয়মকারী কিছু বাসের বাড়তি ভাড়া যাত্রীদের ফেরত দেয়ার ব্যবস্থা করেন এবং পরবর্তী সময়ের জন্য তাদের সাবধান করে দেন। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলার পুলিশ টিম।