সাইকেল আছে টাকার ব্যাগ নেই
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
আগস্ট ২৫, ২০২৩
128
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
নিজের ক্ষমাহীন উদাসীনতায় প্রায় সাড়ে ৫ লাখ টাকা খোয়ালেন কুষ্টিয়া ইবি থানার গোস্বামী দুর্গাপুরের ইদ্রিস কাজীর ছেলে রমিজুল ইসলাম (৫২)।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে সোনালী ব্যাংক আলমডাঙ্গা শাখা থেকে তিনি টাকা উত্তোলন করে নিজের ব্যাগে রাখেন। ব্যাংক থেকে বের হয়ে টাকার ব্যাগ সাইকেলের হ্যাÐেলে ঝুলিয়ে রেখে আলমডাঙ্গা হাইরোডে সাইকেল স্ট্যান্ড করে এক দোকানে ঢোকেন। সে সময় পূর্ব থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তচক্র সুযোগ পেয়ে টাকার ব্যাগ নিয়ে সটকে পড়েন।
অন্যদিকে, রমিজুল ইসলাম ফিরে এসে আর টাকার ব্যাগ খুঁজে পাননি। নিজের উদাসীনতার কারণে বিপুল অঙ্কের টাকা খুইয়ে রমিজুলের মাথায় আকাশ ভেঙ্গে পড়েছে।
সর্বশেষ খবর