আলমডাঙ্গা থানাপাড়ার দিপক ও তার ছেলে তপুর বিরুদ্ধে এক যুবককে মারধরের ঘটনায় থানায় অভিযোগ
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
আগস্ট ২২, ২০২৩
100
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
আলমডাঙ্গা থানাপাড়ার দিপক ও তার ছেলে তপুর বিরুদ্ধে এক যুবককে মারধরের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। গত রবিবার সকালে আলমডাঙ্গা পোস্ট অফিসের সামনে ওই যুবককে বেধড়ক মারপিটের অভিযোগ করা হয়েছে।
মামলার বাদি হাসানুজ্জামান হাসান অভিযোগে বলেছেন, রবিবার সকাল ১০ টার দিকে ছোট ভাই রিয়নকে সাথে নিয়ে তার বন্ধুর কোর্টপাড়ার বাড়িতে যাচ্ছিলেন। তারা পোস্ট অফিসের সামনে পৌছলে থানাপাড়ার মৃত ছানোয়ার হোসেন ছারু চেয়ারম্যানের ছেলে দিপক তাদের মোটরসাইকেলের গতিরোধ করেন। এসময় দিপক, তার ছেলে তপু, শ্রীরামপুরের শিপন বিশ্বাস ও মিয়াদ আলী মিলে রিয়নকে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় রিয়নের গলার স্বর্ণের চেইন ও পকেটে থাকা ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়। এরপর রিয়নকে হারদী হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
অভিযোগে বলা হয়েছে, পূর্ব শত্রুতার জেরে তারা রিয়নকে এভাবে মারধর করেছে।