চুয়াডাঙ্গা আলমডাঙ্গায় ট্রাকের চাপায় ইজিবাইকে দুই আরোহির মৃত্যু : আহত ৬
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাছ ভর্তি ট্রাকের চাপায় ইজিবাইক আরোহি দুই দিন মজুরের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৬ জন। ২১ আগস্ট সোমবার সকালে চুয়াডাঙ্গার আলমডাঙ্গার হাটবোয়ালিয়া ফুটবল মাঠের নিকট এ দুর্ঘটনা ঘটে।
দুই জনের লাশ উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সের লাশ ঘরে রাখা আছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
নিহতরা হলেন আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়ানের শিবপুর গ্রামের সখা মোল্লার ছেলে খাইরুল ইসলাম ও মৃত আতিয়ার মিয়ার ছেলে সাজিবুল ইসলাম।
আলমডাঙ্গা হাটবোয়ালিয়া ক্যাম্পের ইনচার্জ কামরুল হাসান বলেন, সোমবার সকালে মেহেরপুর জেলার গাংনি থেকে মাছ বোঝাই দ্রুতগামি একটি ট্রাক চুয়াডাঙ্গা অভিমুখে আসছিল। পথিমধ্য উপজেলার শিবপুর গ্রাম থেকে ইজিবাইক যোগে ৭ জন দিনমজুর পাট কাটার কাজে যাচ্ছিল গাংনির দিকে। এসময় হাটবোয়ালিয়া ফুটবল মাঠের কাছে পৌছালে ট্রাকটি ইজিবাইককে চাপা দেয়।
ইজিবাইকের চালকসহ সব আরোহি আহত হন।
তাদের স্থানীয়রা উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন। আহত ৬ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক শেষে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় ট্রাকটি আটক করে হাটবোয়ালিয়া ক্যাম্প হেফাজতে রাখা হয়েছে।