আলমডাঙ্গায় নুর মোহাম্মদ স্মৃতি সংঘ স্পোটিং ক্লাবে মুক্তিযোদ্ধা মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
“মাদক ছাড়ি, খেলা ধরি” এই স্লোগনকে সামনে রেখে আলমডাঙ্গা নুর মোহাম্মদ স্মৃতি সংঘ স্পোটিং ক্লাবের আয়োজনে মুক্তিযোদ্ধা মিনি ফুটবল টুর্ণামেন্ট ২০২৩ উদ্বোধন করা হয়েছে। ১৬ দলের এ মিনি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী খেলা ১৮ আগস্ট শুক্রবার নওদাবন্ডবিল গোবিন্দপুর জোহা মাঠে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী খেলায় ট্রাইবেকারে এশিয়া একাদশ ২-০ গোলে বর্ণমালা একাদশকে হারিয়ে জয়লাভ করে।
মুক্তিযোদ্ধা মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন দ্বাদশ সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে নৌকা প্রতিক প্রত্যাশি কেন্দ্রীয় যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ শেখ সামসুল আবেদীন খোকন। এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে খেলাধুলাসহ সকল ক্ষেত্রে দেশ এগিয়ে চলেছে। সোনার বাংলা গড়তে জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। বাংলাদেশ ডিজিটাল থেকে স্মার্ট হতে চলেছে। দেশ থেকে সন্ত্রাস, জঙ্গীবাদ চিরতরে নির্মূল করে মানুষকে সুখে শান্তিতে রাখতে হবে, এজন্য সবাই এগিয়ে আসতে হবে। এছাড়াও দ্বাদশ সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। অপসংস্কৃতি সমাজকে গ্রাস করেছে।
এর থেকে যুব সমাজকে বের করে মাঠে টেনে নিয়ে আনতে হবে। সে জন্য নিয়মিত খেলাধুলার আয়োজন করতে হবে।
আলমডাঙ্গা পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল হোসেন বাবুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান মাসুদ, চুয়াডাঙ্গা আদর্শ সরকারি মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক মারুফুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও বীর মুক্তিযোদ্ধার নূর মোহাম্মদের ছেলে আসিফ আল নুর তামিম, বিশিষ্ট ব্যবসায়ী ও মুক্তিযোদ্ধার পরিবারের সন্তান লিটন আলী, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আলিম।
আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক শাওনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা গার্মেন্টস মালিক সমিতির যুগ্মসাধারন সম্পাদক হাবিবুর রহমান রুবেল, আওয়ামীলীগ খাইরুল বাশার বাবুল, হারদী ইউপি সদস্য শেখ শাহানুর রুবেল, যুবলীগ নেতা এম.এস বাশার রিভেন, কাজী চন্দন, ছাত্রলীগ নেতা নিপ্পন, সাহারিয়ার তপু, সজিব, মাইন,এসকে শাকিল, মিয়াদ, ফারদিন, বর্ণমালা একাদশের তারিফ, এশিয়া একাদশের রায়হান, নুর মোহাম্মদ স্মৃতি স্পোটিং ক্লাবের আয়োজক সাব্বিরুজ্জামান, আশিক, রিদান, শিশির প্রমুখ। উদ্বোধনী টুর্নামেন্ট পরিচালনা করে সাবেক ফুটবল খেলোয়ার জামাল হোসেন।