মেহেরপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
প্রতিনিধি :
সাম্প্রতিকী ডেক্স
আপডেট :
জুলাই ১২, ২০২০
175
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :

| ছবি :
মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর জেলা পরিবার পরিকল্পনার উদ্যোগে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক বিকাশ কুমার দাস উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ডঃ মোহাম্মদ মুনসুর আলম খান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো তৌফিকুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ রোমানা হেলালি জুশি, বুড়িপোতা ইউপি চেয়ারম্যান শাহজামানসহ সরকারি কর্মকর্তাগণ। অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা কাজে বিশেষ অবদান রাখায় জেলা পর্যায়ে ৮ জনকে পুরস্কৃত করা হয়।