দ্বাদশ সংসদ নির্বাচনে সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান খোকনের নির্বাচনী গণসংযোগ ও পথসভা
কেন্দ্রীয় যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ সামসুল আবেদীন খোকন দিনভর নির্বাচনী গণসংযোগ করেছেন। আগামি দ্বাদশ সংসদ নির্বাচনে নিজেকে আওয়ামীলীগের প্রার্থী হওয়ার প্রত্যাশা নিয়ে তিনি সাধারন মানুষের সাথে সৌজন্য সাক্ষাত করেন। তাদের খোজ খবর নেন।
তিনি ১৭ আগস্ট বৃহস্পতিবার কুমারী বাজার, হারদী বাজার, হাটবোয়ালিয়া মিলবাজার, হাটবোয়ালিয়া বাজার, ভাংবাড়িয়া ঈদগা বাজার, আসমানখালী বাজার, গাংনী মোড়, চিৎলা বাজারে গণসংযোগ শেষে ভালাইপুর মোড়ে পথসভা করেন।
এসময় শেখ সামসুল আবেদীন খোকন বলেন, আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর দেশের উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিরল সভাবে কাজ করে যাচ্ছেন। দেশের এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও আওয়ামীলীগকে ক্ষমতায় আনতে হবে। এরজন্য কোন ভেদাভেদ না রেখে দলের প্রত্যেক নেতাকর্মিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমি আপনাদের এলাকার সন্তান। আমি জেলা পরিষদের চেয়ারম্যান থাকাকালিন এলাকার মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, স্কুল কলেজের অনেক উন্নয়নমূলক কাজ করেছি। দ্বাদশ সংসদ সদস্য নির্বাচনে আবারও সংসদ সদস্য নির্বাচিত হয়ে আপনাদের সেবা করার সুযোগ চাই। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশি হিসেবে সবার কাছে অনুরোধ জানিয়ে গেলাম আওয়মীলীগকে ক্ষমতায় আনতে আবারও নৌকায় ভোট দিয়ে দেশের উন্নয়নে অংশ নিন।
গণসংযোগে প্রায় শতাধিক মোটর সাইকেল একটি শোডাউন নিয়ে কেন্দ্রীয় যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ সামসুল আবেদীন খোকনের গাড়ি বহরে যোগ দেন নেতাকর্মিরা।
এ সময় উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের সহসভাপতি আব্দুল্লাহ আল হোসাইন দিপক, আলমডাঙ্গা পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল হোসেন বাবু, গার্মেন্টস মালিক সমিতির যুগ্ম সাধারন সম্পাদক হাবিবুর রহমান রুবেল, হারদী ইউপি সদস্য শেখ শাহানুর টিপু, সাবেক ছাত্রলীগ নেতা কাজী চন্দন, যুবলীগ নেতা মীর তৌফিক, শেখ রবেল, শেখ রবিন, রমজান, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ নেতা নিপ্পন, আলমডাঙ্গা উপজেলা ছাত্রলীগের নেতা সাহারিয়ার তপু, মিয়াদ, সাকিব, আশিক, তামিম, আরিয়ান সাকিব, সজিব, নাফিজ, মামুন, টগর, রাসেল প্রমুখ।