আলমডাঙ্গায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভা এমপি ছেলুন জোয়ার্দ্দার
আলমডাঙ্গায় যথাযথ মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। উপজেলা ও পৌর আওয়ামীলীগের উদ্দ্যোগে দিনটি উপলক্ষে সকাল সাড়ে ৮টায় দলীয় কার্যালয়ে জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা, দলীয় ও শোক পতাকা অর্ধ -নমিত করে উত্তোলন শেষে বঙ্গবন্ধুর প্রকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন। বিকালে পৌর আওয়ামীলীগের আয়োজনে উপজেলা মঞ্চে আলোচনা সভা, শোক র্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । পরে দলীয় কার্যালয় থেকে দলীয় নেতাকর্মিসহ পৌর এলাকায় খাবার বিতরণ করেন।
বিকালে আলোচনা সভায় পৌর আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ উজ জামান লিটু বিশ্বাস, সাবেক বন ও পরিবেশ সম্পাদক শহিদুল ইসলাম খান, জেলা আওয়ামীলীগের সাবেক নির্বাহী সদস্য সাবেক হারদী ইউপি চেয়ারম্যান অনুষ্ঠানের প্রধান পৃষ্টপোষক নুরুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাবেক নির্বাহী সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন, শাহ আলম, সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি বিশিষ্ঠ ব্যবসায়ী আলহাজ্ব লিয়াকত আলী লিপু মোল্লা, সাবেক সাংগঠনিক সম্পাদক আলম হোসেন, সাবেক প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সভাপতি অ্যাড. সালমুন আহম্মেদ ডন, পৌর আওয়ামীলীগের সহসভাপতি ডা. অমল কুমার বিশ^াস, বিশিষ্ট ব্যবসায়ী আমিনুল ইসলাম অপু মোল্লা, যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিন্টু, বণিক সমিতির সাধারন সম্পাদক কামাল হোসেন ।
পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মতিয়ার রহমান ফারুকের উপস্থাপনায় উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মাসুদ সালেহীন উৎপল, প্রচার সম্পাদক মিজানুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক মুসা, সাংস্কৃতিক সম্পাদক আব্দুল লতিফ, কাউন্সিলর জহুরুল ইসলাম স্বপন, মহিলালীগ নেত্রী সাহেদা ইসলাম, আনজিরা খাতুন, রাবিয়া খাতুন, কাজল রেখা, সালেহা, লাকি, সাকিলা, হাসিনা, আওয়ামীলীগ নেতা অ্যাড. মোকলেছুর রহমান, সিরাজুল ইসলাম, মহসিন কামাল, জেলা যুবলীগের সদস্য সাজ্জাদুল ইসলাম স্বপন, শাহীন রেজা, সাবেক রাজশাহি বিশ^বিদ্যালয় ছাত্রলীগ নেতা সাদেুর রহমান পলাশ, সাবেক ছাত্রলীগ নেতা পাপন, পৌর ছাত্রলীগ সাবেক সভাপতি নয়ন সরকার, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আশরাফুল হক, পৌর ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক পারভেজ মিডেল, সাবেক যুগ্ম সম্পাদক নাহিদ হাসান তমাল, কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক হাসানুজ্জামান হাসান, সাবেক প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল হোসাইন বাদশা, ছাত্রলীগ নেতা ইছানুর কবীর, মিলন, সাকিব, সজীব, টিটন, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সম্পাদকের মধ্যে দিনেশ কুমার, সিরাজুল ইসলাম, মাহবুবুর রহমান, কালু ঘোষ, লাভলু, আক্তারুজ্জামান, দেলায়ার মোল্লা, জাহাঙ্গীর, সোনা উল্লাহ, শহিদ মোল্লা, শাফায়েত, প্রমুখ।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়। কুমারী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আবু সাঈদ পিন্টু, বেলগাছী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মাহমুদুল হাসান চঞ্চল, হারদী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আশিকুজ্জামান ওল্টু, কালিদাসপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জয়নাল আবেদনী, চিৎলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি খন্দকার আব্দুল বাতেন, ডাউকি, খাসকররা, জামজামি, জেহালা, আইলহাস, ভাংবাড়িয়া, বাড়াদি, গাংনী, চিৎলা, খাদিমপুর, নাগদাহ, সহ সকল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সম্পাদক দিনটি যথাযথ মর্যাদায় পালন করেছে।