গণসংযোগ শেষে পথসভায় কমান্ডার এম শহিদুর রহমান বলেন এলাকার সাধারন মানুষ পরিবর্তন চাই

আপনারা ভোট কেন্দ্রে গিয়ে যেন নিজের ভোট নিজে দিতে পারে আমি সেই ব্যবস্থা করবো। আপনাদের জানমালের নিরাপত্তার ব্যবস্থা কবরো। আমি আপনাদের মাঝে কথা দিলাম। আগামী সংসদ নির্বাচনে আপনারা আমাকে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য হিসেবে ভোট দিয়ে নির্বাচিত করবেন। আমি আগামী সংসদ নির্বাচনে আলমডাঙ্গার সন্তান হিসেবে আপনাদের নিকট এসেছি। ডাউকি ইউনিয়নের মাজু বাজারে পথসভায় আগামী সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা ১ আসনে স্বতন্ত্র প্রার্থী কমান্ডার এম শহিদুর রহমান উপরোক্ত বক্তব্য রাখেন।
তিনি আরও বলেন হাউসপুর, বকসিপুর, মাধবপুর, বাদেমাজু, ছত্রপাড়া, অভয়নগর গ্রামে গনসংযোগ কালে এলাকার নারী পুরুষ স্বতঃস্ফ‚র্তভাবে আমাকে সমর্থন করেছে। তাদের একটাই দাবী আলমডাঙ্গার মানুষকে এমপি হিসেবে দেখতে চাই। তারা দীর্ঘদিন অপেক্ষায় ছিল। সবাই আমাকে ভোট দিতে চায়। এলাকার সাধারন মানুষ পরিবর্তন চাই।
এসময় উপস্থিত ছিলেন হারদী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি নজরুল ইসলাম, কুমারী ইউনিয়ন কৃষকলীগ নেতা রেজাউল হক, সাবেক সেনা সদস্য হাফিজুর রহমান, ফরিদপুর গ্রামের রবিউল ইসলাম, ডা. কাওছার আলী, খয়বার আলী, রশিদ মাস্টারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।