৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

গণসংযোগ শেষে এম শহিদুর রহমান বলেন - আপনারা আমাকে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করবেন

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
আগস্ট ১৩, ২০২৩
120
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আমি আপনাদের সন্তান, আলমডাঙ্গার সন্তান। এছাড়া আমি কমান্ডার এম শহিদুর রহমান আলমডাঙ্গার মাটিতে জন্মেছি। আমি আগামী সংসদ নির্বাচনে আলমডাঙ্গার সন্তান হিসেবে আপনাদের নিকট এসেছি। আপনারা আমাকে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করবেন। এটাই আপনাদের কাছে আমার চাওয়া। শুক্রবার বাদ জুম’আ মহেশপুর মসজিদ প্রাঙ্গনে দুই শতাধিক মুসল্লিদের সাথে মতবিনিময়কালে আগামী সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা ১ আসনে স্বতন্ত্র প্রার্থী কমান্ডার এম শহিদুর রহমান উপরোক্ত বক্তব্য রাখেন।

এসময় তিনি মুসল্লিদের মধ্যে কিছু ধর্মীয় বক্তব্যও প্রদান করেন। এরপর বেশ কয়েকজন মুসল্লি কমান্ডার এম শহিদুর রহমানকে সাথে নিয়ে এলাকার নারী-পুরুষের সাথে পরিচয় করিয়ে দেন।

এসময় এলাকার নারী পুরুষ সকলে স্বতঃস্ফ‚র্তভাবে আগামী সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা ১ আসনে স্বতন্ত্র প্রার্থী কমান্ডার এম শহিদুর রহমান সমর্থন করেন।

এসময় উপস্থিত ছিলেন হারদী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি নজরুল ইসলাম, কুমারী ইউনিয়ন কৃষকলীগ নেতা রেজাউল হক, সাবেক সেনা সদস্য হাফিজুর রহমান, সাবেক নৌবাহিনীর সদস্য আবু আব্দুল্লাহসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram