আলমডাঙ্গায় বঙ্গবন্ধু পরিষদের আহবায়ক কাজী রবিউল সদস্য সচিব সহকারি অধ্যাপক ফারুক
আলমডাঙ্গায় বঙ্গবন্ধু পরিষদের আহ্বায়ক কমিটি গঠণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩১ সদস্যবিশিষ্ট আলমডাঙ্গা উপজেলা বঙ্গবন্ধু পরিষদের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। আলমডাঙ্গা মাছ বাজার সংলগ্ন কৃষি ব্যাংকের উপরে এ কমিটি গঠণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক কাজী রবিউল হকের সভাপতিত্বে ও হারদী এমএস জোহা কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক একেএম ফারুকের উপস্থাপয় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, পৌর সভার প্যানেল মেয়র খন্দকার মজিবুল ইসলাম, ৭০'র অগ্নিসেনা বীর মুক্তিযোদ্ধা মঈন উদ্দিন, পারভেজ, সাবেক পৌর কাউন্সিলর নাছিমা পারভীন, অ্যাড. কাজী ¯স্নিগ্ধা হক, মীর শামসুদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম সাগর প্রমুখ।
আলোচনা সভা শেষে সর্ব সম্মতিক্রমে আলমডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক কাজী রবিউল হককে আহ্বায়ক ও হারদী এমএস জোহা কলেজের ইতিহাস বিভাগের সহকারি অধ্যাপক একেএম ফারুককে সদস্য সচিব করে ৩১ সদস্য কমিটি গঠন করা হয়। ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার(আইন সেল) ও বঙ্গবন্ধু পরিষদের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক এবং বর্তমান কুষ্টিয়া শাখার সাধারন সম্পাদক মুহম্মদ শামসুর রহমান বাবু আলমডাঙ্গা উপজেলা বঙ্গবন্ধু পরিষদের আহ্বায়ক কমিটির সকল সদস্যদের শুভেচ্ছা জানিয়েছেন।