আলমডাঙ্গার কালিদাসপুরে প্রয়াত মুক্তিযোদ্ধা নুর ইসলামের নামে সড়কের নামকরণ দাবি
প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নুর ইসলামের নামে উপজেলার কালিদাসপুর টু হালসা সড়কের নামকরণের দাবি তুলেছে স্থানীয়রা। গতকাল শনিবার বিকেল ৫ টায় এ উপলক্ষে কালিদাসপুর রেলগেট সংলগ্ন মসজিদের সামনের আলোচনাসভায় এ দাবি তোলা হয়। শেষে প্রয়াত মুক্তিযোদ্ধার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে সড়কের বিভিন্ন জায়গায় যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা 'নুর ইসলাম' সড়ক নামের বিলবোর্ড স্থাপন করেন এলাকাবাসী।
এর পূর্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তাগণ বলেন, দেশের বিভিন্ন স্থানে অনেক মুক্তিযোদ্ধার নামে সড়কের নামককরণ করা হচ্ছে। আমরা আমাদের এলাকার একজন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুর ইসলামের নামে কালিদাসপুর-হালসা সড়কটি কর্তৃপক্ষের নিকট নামকরণের দাবী জানায়। সেই সাথে আমরা এই সড়কটি মুক্তিযোদ্ধা নূর ইসলামের নামে এলাকাবাসীর পক্ষে ঘোষণা করা হচ্ছে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন মহি উদ্দীন, রবিউল ইসলাম, ইবলুল, আরজ, মিজানুর রহমান, অহিদ উদ্দিন কুদ্দুস, আব্দুর রশিদ, রুহুল আমিন আইজেল প্রমূখ।
দোয়ার অনুষ্ঠান পরিচালনা করেন কালিদাসপুর রেল গেইটের মসজিদের ইমাম হাফেজ হযরত আলি।