আলমডাঙ্গায় নানা আয়োজনের মধ্যে দিয়ে শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী পালন
আলমডাঙ্গায় নানা আয়োজনের মধ্যে দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক বীরমুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শহিদ শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী পালন করেছে। ৫ আগস্ট শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্তরে শেখ কামালের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন ও উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত ও উপজেলা সহকারি কমিশনার রেজওয়ানা নাহিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু।
এরপর আলমডাঙ্গা থানা পুলিশের পক্ষ থেকে অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ, পুলিশ পরিদর্শক তদন্ত একরামুল হোসাইন ও পুলিশ পরিদর্শক তদন্ত অপারেশন শেখ ফরিদ। এরপর কেক কেটে ও দোয়া মাহফিলের মধ্যেদিয়ে ৭৪ তমজন্মবার্ষিকী পালন করেন।
উপজেলা প্রশাসনের সরকারি দপ্তরের মধ্যে প্রাণী সম্পদ অধিদপ্তর, কৃষি অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর, উপজেলা শিক্ষা অফিস, মাধ্যমিক শিক্ষা অফিস, আলমডাঙ্গা সরকারি কলেজ, মহিলা ডিগ্রী কলেজ, পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়, পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, তথ্য অফিস, ওজোপাডিকো, পল্লী বিদ্যুৎসহ বিভিন্ন সামাজিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত ও উপজেলা সহকারি কমিশনার রেজওয়ানা নাহিদের সভাপতিত্বে প্রধান অতির্থি ছিলেন উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কমার নাথ, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি, কৃষি সম্প্রসার কর্মকর্তা সোহেল রানা, আলমডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ ভারপ্রাপ্ত আব্দুল মোনয়েম, ৭০“র অগ্নিসেনা বীর মুক্তিযোদ্ধা মঈন উদ্দিন পারভেজ।
কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজার উপস্থাপনায় উপস্থিত ছিলেন উপজেলা জেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, উপজেলা রিসোর্চ ইন্সটেক্টর জামাল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, খাদ্য পরিদর্শক(ওসিএলএসডি) লিটন কুমার বিশ^াস, মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আশুরা খাতুন পাতা, আলমডাঙ্গা সরকারি কলেজের সহকারি অধ্যাপক ড. মাহবুবুব আলম, প্রভাষক তাপস রশিদ, মহিলা বিষয়ক কর্মকর্তা মাখছুরা জান্নাত, তথ্য কর্মকর্তা ¯িœগ্ধা দাস, পাইলট বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হাসিনুর রহমান, আশরাফুল ইসলাম, উপসহকারি মেডিকেল অফিষঅল ঢঅ. মঞ্জুরুল হক বেলু, আলমডাঙ্গা ওজোপাডিকোর আবাসিক প্রকৌশলী শাহিনুর রহমান, উপসহকারি প্রকৌশলী রোকন উদ্দিন, আবু তৈয়ব, লাইনম্যান মাহমুব আলম, মেহেরপুর পল্লীবিদ্যুৎ সমিতির আলমডাঙ্গা জোনাল অফিসের ডিজিএম আবু হাসান, পিইউসি শাহাদৎ হোসেন,ইসি মশিউর রহমান প্রমুখ।
অপর দিকে, আলমডাঙ্গা পৌরসভা নানা আয়োজনের মধ্যে দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শহিদ শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী পালন করেছে। দিনটি উপলক্ষে পৌরসভা চত্তরে শেখ কামালের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আলমডাঙ্গা পৌরসভার মেয়র হাসান কাদির গনু ও প্যানেল মেয়র খন্দকার মজিবুল ইসলাম। এরপর কেক কেটে ও দোয়া মাহফিলের মধ্যেদিয়ে ৭৪ তমজন্মবার্ষিকী পালন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক কাজী রবিউল হক, কাউন্সিলর আব্দুল গাফফার, আওয়ামীলীগ নেতা মাজেদ ভ‚ইয়া প্রধান সহকারি খাইরুল ইসলাম নাসিমসহ কাউন্সিলর ও পৌরসভার সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
বিকাল ৫টায় আলমডাঙ্গা পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের বিটিম মাঠে উপজেলা প্রশাসন একাদশের সাথে পৌর সভা একাদশের প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও পৌর সভার সকল কর্মকর্তা ও কর্মচারীরা এই প্রীতি ফুটবল টুর্নামেন্টে খেলোয়ার হিসেবে অংশ গ্রহন করেন। খেলা শেষে সবাইকে পুরস্কার তুলে দেওয়া হয়।