আলমডাঙ্গায় ৩ চোর আটক
আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে শহরের বাসা বাড়িতে, দোকানে চুরি চক্রের ৩ চোর সদস্যকে গ্রেফতার করেছে। ৩ আগস্ট বৃহস্পতিবার রাত থেকে ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এসময় তাদের নিকট থেকে চোরাই মালামাল উদ্ধার করেছে পুলিশ।
জানাগেছে, উপজেলার কালিদাসপুর ইউনিয়নের আসাননগর গ্রামের মিন্টু আলীর ছেলে শাওন আলী(২০) , ডাউকি ইউনিয়নের বকসিপুর গ্রামের আসাদুল খন্দকারের ছেলে রাজু আহমেদ(২১) এবং মুন্সিগঞ্জ অর্ঘনাথপাড়ার মৃত মধু সর্দ্দারের ছেলে বর্তমানে আলমডাঙ্গা বাবুপাড়ার ভাড়াটিয়া তাকের(৩৬) এলাকার চিহ্নিত মাদক সেবী ও চোর। তারা নেশার টাকা জোগাড় করতে আলমডাঙ্গা শহরের বাসা বাড়িতে, ব্যবসা প্রতিষ্ঠানে, কোচিং সেন্টারের ছাত্রদের সাইকেলসহ বিভিন্ন ধরনের চুরি করে।
বৃহস্পতিবার রাতে আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। গতকালই তাদেরকে আদালতে প্রেরন করেছে।