কুষ্টিয়া ইবি থানার গোস্বামী দূর্গাপুরে কুমার নদে ডুবে শিশুর মৃত্যু
প্রতিনিধি :
সুজন ইভান
আপডেট :
আগস্ট ১৯, ২০২০
92
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
এ.কে আজাদ সানিঃ কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানাধীন গোস্বামী দূর্গাপুর ইউনিয়নে কুমার নদে ডুবে রাফিউল নামের ৬ বছরের শিশুর করুন মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) ৷ জানা যায়, গোস্বামী দূর্গাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড উত্তর মাগুরা গ্রামের কুঠিপাড়ার অটোচালক সেলিনুরের ৬ বছরের শিশু পুত্র রাফিউল তার দাদীর সাথে বুধবার দুপুরের দিকে কুমার নদের কুঠিপাড়া ঘাটে যায় ৷
শিশু রাফিউলের দাদী গোসল করার সময় বেখেয়ালে থাকলে শিশু রাফিউল নদীতে নেমে পড়ে ৷ পরক্ষনেই রাফিউলের দাদী তাকে ঘাটের পাড়ে না পেয়ে খোঁজাখুজি করতে থাকলে ওই ঘাটে গোসল করতে থাকা অন্য একজনের পায়ে বাঁধার পরে শিশুটিকে পানি থেকে উদ্ধার করে উপরে তোলার পরেই বুঝতে পারে সে মারা গেছে ৷ একটু অসাবধানতার ফলে শিশু পুত্র রাফিউলের করুন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ৷
সর্বশেষ খবর