মেহেরপুরে জেলা পরিষদের উদ্যোগে প্রশিক্ষিত ও দুস্থ অসহায়দের মাঝে সেলাই মেশিন বিতরণ
প্রতিনিধি :
সুজন ইভান
আপডেট :
আগস্ট ১৯, ২০২০
98
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
মেহেরপুর প্রতিনিধি ॥ মেহেরপুর জেলা পরিষদের উদ্যোগে ৬০ জন প্রশিক্ষিত ও দুস্থ ও অসহায় মহিলার মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বুধবার বেলা ১২ টার দিকে জেলা পরিষদের হলরুমে এ সকল সেলাই মেশিন বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী গোলাম রসুল।
এ সময় জেলা পরিষদের সদস্য আজিমুল বারি মুকুল, আলমাস হোসেন শিলু, সবুজ, খাজা মইনুদ্দিন, শাহানাজ ইসলাম শান্তনা, প্রকৌশলী আব্দুর রহমান, মেহেরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আলামিন হোসেন, উচ্চমান অফিস সহকারি জাহিদ ইকবাল, অফিস সহকারি শাহীন ইকবালসহ সাংবাদিক ও জেলা পরিষদের কর্মকর্তা সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।