আলমডাঙ্গায় আওয়ামীলীগের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
সারাদেশব্যাপি বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে আলমডাঙ্গায় আওয়ামীলীগের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৩০ জুলাই রবিবার বিকেলে আওয়ামীলীগের কার্যালয় থেকে বের হওয়া একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষ আলিফউদ্দিন মোড়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে উপজেলা সভাপতি আবু মুসার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম খান, পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, আলমডাঙ্গা পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান ফারুক, পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিন্টু, আওয়ামীলীগ নেতা মাসুদ রানা তুহিন, জেহালা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাসানুজ্জামান হান্নান, গাংনি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবু তাহের আবু, যুবলীগ নেতা সসাজ্জাদুল ইসলাম স্বপন, সাবেক কলেজ ছাত্রলীগের আহবায়ক সোহেল রানা শাহিন, উপজেলা ভাইস চেয়ারম্যান ও সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি অ্যাড. সালমুন আহম্মেদ ডন, ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল হোসাইন বাদসা, সাকিব, রকি।
এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, সাবেক ছাত্রলীগ নেতা মিজানুর রহমান, বেলগাছি ইউপি চেয়ারম্যান মাহমুদুল হাসান চঞ্চল, কুমারী ইউপি চেয়ারম্যান আবু সাঈদ পিন্টু, হারদী ইউপি চেয়ারম্যান আশিকুজ্জামান ওল্টু, নাগদাহ ইউপি চেয়ারম্যান এজাজ ইমতিয়াজ বিপুল জোয়ার্দ্দার, ডাউকি ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম, জামজামি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি দিদার আলী, কালিদাসপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জয়নাল আবেদীন, সাধারন সম্পাদক মোল্লা কারুজ্জামান শামীম, বাড়াদি ইউনিয়ন সভাপতি মকবুল হোসেন, জেহালা ইউনিয়স সাধারণ সম্পাদক হান্নান মাষ্টার, সৈকত খান, গোলাম সরোয়ার শামীম প্রমুখ।