আলমডাঙ্গার সন্তান বাংলাদেশ বিজ্ঞান উন্নয়ন সমিতির সভাপতি নির্বাচিত
রহমান মুকুল: বাংলাদেশ বিজ্ঞান উন্নয়ন সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন আলমডাঙ্গার সন্তান অধ্যাপক ড. খন্দকার শরীফুল ইসলাম। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক।
বাংলাদেশ বিজ্ঞান উন্নয়ন সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় গাজীপুরে এ নির্বাচন শনিবার অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা ড. আশরাফুল হক এ নির্বাচনের ফলাফল প্রকাশ করেন।
এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. খন্দকার শরীফুল ইসলাম। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি বিনা'র মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম ও ফাস্ট ক্যাপিটাল ইউনির্ভাসিটি অব বাংলাদেশ, চুয়াডাঙ্গার উপাচার্য অধ্যাপক ড. এম মোফাজ্জল ইসলাম। এছাড়া সম্পাদক নির্বাচিত হয়েছেন বিসিএসআইআর ল্যাবরেটরিজ, রাজশাহীর পরিচালক ড. সেলিম খান। কোষাধ্যক্ষ ড. জাহাঙ্গীর আলম, উপাচার্য (চলতি দায়িত্ব), বাংলাদেশ বিশ্ববিদ্যালয়-ঢাকা, যুগ্ম-সম্পাদক বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উর্ধ্বেতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ফারুক হোসেন।
এছাড়া কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন মহাপরিচালক, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শাহজাহান কবীর, অধ্যাপক ড. অলোক কুমার পাল, উপ-উপাচার্য, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ড. এজেএম সিরাজুল করিম, অধ্যাপক (অব.), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, মো. শহিদুল ইসলাম, সাবেক পরিচালক, বিসিএসআইআর ও অধ্যাপক ড. এম কামরুজ্জামান, উপাচার্য, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এ সময় বাংলাদেশ বিজ্ঞান উন্নয়ন সমিতি (২০২১-২২) এর গঠনতন্ত্র মোতাবেক ৯টি সেকশনের সভাপতিও নির্বাচিত হয়।
নির্বাচিত সভাপতিরা হলেন ড. মো. সোহেলা আক্তার, পরিচালক, টিসিআরসি, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, গাজীপুর, ড. ফারজানা আক্তার, অধ্যাপক, বোটানী বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ড. জীবন পোদ্দার, অধ্যাপক, পদার্থবিদ্যা বিভাগ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, সেকশন ৪, ড. মো. খবির উদ্দিন, অধ্যাপক, পরিবেশবিদ্যা বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ড. কুয়াশা মাহমুদ, পরিচালক (গবেষণা), বাংলাদেশ সুগারক্রপ রিসার্চ ইনস্টিটিউট, অধ্যাপক, ড. হারুন-উর-রশীদ, চেয়ারম্যান, কিডনি ফাউন্ডেশন, মিরপুর, প্রকৌশলী অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, ডিন, ফ্যাকাল্টি অব মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ডুয়েট, ড. পার্থ সারথী বিশ্বাস, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ও ড. মো. রুহুল আমিন, অধ্যাপক, কীটতত্ত্ব বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়।
আলমডাঙ্গার ডামোশ গ্রামের প্রয়াত দানেজ মিয়ার দ্বিতীয় পুত্র অধ্যাপক ড. খন্দকার শরীফুল ইসলাম।
এদিকে, অধ্যাপক ড. খন্দকার শরীফুল ইসলামের এ বিরল কৃতিত্ব অর্জনের সংবাদ শুনে আলমডাঙ্গার অনেককেই উচ্ছ্বসিত প্রশংসা করতে দেখা গেছে। কারণ, এটি বাংলাদেশের বিজ্ঞানীদের সর্ববৃহৎ প্ল্যাটফর্ম।
উল্লেখ্য, ইতোপূর্বে খ্যাতনামা শিক্ষাবিদ ড. এম এ ওয়াজেদ মিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড আবুল কালাম আজাদ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. ফজলুল হালিম চৌধুরী, সাবেক উপাচার্য প্রফেসর ড. আব্দুল মান্নানসহ আরও অনেক স্বনামধন্য বিজ্ঞানী সমিতির সভাপতির দায়িত্ব পালন করেছেন।
সুস্থতা ও পেশাগত সাফল্যের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখতে অধ্যাপক ড. খন্দকার শরীফুল ইসলাম এলাকাবাসীর নিকট দু"আ চেয়েছেন।