আলমডাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উৎযাপন উপলক্ষে উদ্বোধনী, আলোচনাসভা ও পুরস্কার প্রদান
আলমডাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উৎযাপন উপলক্ষে উদ্বোধনী, আলোচনাসভা ও পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ২৫ জুলাই মঙ্গলবার উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করা হয়।
এবারের প্রতিপাদ্য বিষয়“ নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ।
আলোচনা সভায় উপজেলা সহকারি কমিশনার ভূমি রেজওয়ানা নাহিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহাম্মদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি, কৃষি সম্প্রসারন কর্মকর্তা সোহেল রানা, সমাজসেবা কর্মকর্তা নাজমুল হোসেন। স্বাগত বক্তব্য প্রদান করেন চুয়াডাঙ্গা সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা ও আলমডাঙ্গা উপজেলার অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা রাজিউল ইসলাম।
কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজার উপস্থাপনায় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা ফায়ার সার্ভিস ষ্টেশনের আনোয়ার হোসেন ও মিজানুর রহমান, খামারী শাতিল হাসান, আশিক আদনান, শাহিন রেজা, সেলিম রেজা, আব্দুর রাজ্জাক, আলমডাঙ্গা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারি হাবিবুর রহমান, কম্পিউটার অপারেটর বেলাল হোসেন প্রমুখ। পরে ৩ জন মৎস্য খামারীকে পুরস্কার তুলে দেওয়া হয়।