আলমডাঙ্গায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট- ২০২৩ অনুষ্ঠিত
আলমডাঙ্গার ডাউকি ইউনিয়নে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট- ২০২৩“র ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ডাউকি ইউনিয়নের ১০টি বিদ্যালয়ের মধ্যে খেলা শেষে ২৩ জুলাই বাদেমাজু সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বালক ও বালিকাদের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলা বিজয়ী দুই দলই নির্দিষ্ট সময় শেষে ট্রাইবেকারের জয় লাভ করে। ট্রাইবেকারে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ টুর্নামেন্টে বকসিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে বাদেমাজু সরকারি প্রাথমকি বিদ্যালয় জয়লাভ করে। বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টে ডাউকিকে হারিয়ে বকসিপুর জয়লাভ করে।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা সহকারি শিক্ষা অফিসার শামীম সুলতানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারি শিক্ষা অফিসার জিএম কামাল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল আলম, বকসিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলীহিম, পোয়ামারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইছাহক আলী, বাদেমাজু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা খাতুন।
বকসিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি শিক্ষক মামুনুজ্জামানের উপস্থাপনায় উপস্থিত ছিলেন সহকারি শিক্ষক রেহেনা খাতুন, আসমা খাতুন, সুলতানা রাজিয়া খাতুন, উম্মে জোবায়দা, রাশিদা খাতুন, ছাইমা খাতুন, শারমিন সুলতানা প্রমুখ। টুর্নামেন্ট পরিচালনা করেন সহকারি শিক্ষক রফিকুল ইসলাম।