২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ঘরে মাছ জিইয়ে রাখা বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জুলাই ২৫, ২০২৩
103
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 


চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার পল্লিতে ঘরে মাছ জিইয়ে রাখা বালতির পানিতে ডুবে ইয়াসিন হোসেন নামে আটমাস বয়সি শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৩ জুলাই) বিকেল ৪টার দিকে আলমডাঙ্গা উপজেলার খাসকররা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।


নিহত শিশু ইয়াসিন খাসকররা গ্রামের দক্ষিণপাড়ার আলমঙ্গীর হোসেনের ছোট ছেলে।


খাসকররা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাফসিরর আহমেদ মল্লিক লাল জানান, রোববার বিকেলে শিশুটিকে নিয়ে তার মা খাটে ঘুমচ্ছিলেন। এক পর্যায়ে শিশুটি খাটের পাশে রাখা শিংমাছ ভর্তি বালতির মধ্যে পড়ে যায়। কিছুক্ষণ পরে তার মা বিষয়টি টের পেয়ে শিশুটিকে উদ্ধার করেন। পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


এ বিষয়ে আলমডাঙ্গা থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। কোন অভিযোগ না থাকায় পুলিশ লাশ দাফনের অনুমতি দেয়। পরে রাত ১০ টার দিকে গ্রামের গোরস্থানে লাশ দাফন করা হয়েছে।


আলমঙ্গীর হোসেন দম্পতির দুই সন্তানের মধ্যে মৃত ইয়াসিন দ্বিতীয়। বড় ছেলের বয়স ৬ বছর।


শিশুপুত্র ইয়াসিনের আকস্মিক অপমৃত্যুতে শোকে মা- বাবা পাগলপ্রায়। শোকস্তব্ধ পুরো পাড়া।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram