ছেলের মৃত্যুশোক সইতে না পেরে ৮ দিনের মাথায় মায়ের মৃত্যু
আলমডাঙ্গা ছেলের মৃত্যুশোক সইতে না পেরে ছেলের মৃত্যুর ৮ দিনের মাথায় মারা গেলেন গর্ভধারিণী মা। ছেলে আলমডাঙ্গার জোড়গাছা গ্রামের কারী শিফাউর রহমান খসরু গত ৯ আগস্ট চুয়াডাঙ্গার বাগানপাড়ার বাড়িতে আকস্মিকভাবে স্ট্রোকে আক্রান্ত হন।
তাকে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এ বেদনাদায়ক পুত্রশোক সইতে না পেরে ৮ দিনের মাথায় গতকাল ১৮ আগস্ট সকাল সাড়ে ৮টায় শোকবিহ্বল মা সুফিয়া খাতুন স্ট্রোক করে মৃত্যুবরণ করেন।
সুফিয়া খাতুন ছিলেন জোড়গাছা গ্রামের ঐতিহ্যবাহী “হাজী-সাব” বাড়ির প্রয়াত ইউনুস মিয়ার স্ত্রী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। বাদ আছর জানাযার পর মরহুমার লাশ জোড়গাছা জামে মসজিদের পাশে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে। মরহুমার জানাযায় উল্লেখযোগ্য সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
মৃত্যুকালে তিনি ছেলে-মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার আত্মার মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া চাওয়া হয়েছে।