আলমডাঙ্গার বাদেমাজু মাঠে কৃষকের ফলন্ত কলা গাছ কেটে দেওয়া অভিযোগ
আলমডাঙ্গার বাদেমাজু মাঠে কৃষকের ফলন্ত কলা গাছ কেটে দেওয়া অভিযোগ বিনোদপুর গ্রামের সোহরবের বিরুদ্ধে। ২০ জুলাই দুপুরে দেশীয় অস্ত্রহাতে নিয়ে সোহরব আলী মাঠে গিয়ে ইখলাস উদ্দিনের ফলন্ত কলাগাছ গুলো কেটে দেয়।
সরেজমিনে গিয়ে দেখাগেছে, বাদেমাজু গ্রামের মওলা হোসেনের ছেলের ইখলাস আলী গ্রামের কামারপাড়ার মাঠে প্রায় ১ বিঘা জমি লিজ নিয়ে কলা গাছ লাগিয়েছে। কলা পেকে যাওয়ায় কলা বিক্রি করলেও জমিতে বেশকিছু কলা গাছে মাত্র মোচা আসছে। জমির মালেকের সাথে কলা বলে বিনোদপুর গ্রামের কলিমদ্দিনের ছেলে সোহরব আলী মাঠে গিয়ে ইখলাসকে কিছু না জানিয়ে ফলন্ত প্রায় ৩০টি কলাগাছ কেটে দিয়েছে।
কৃষক ইখলাস আলী জানান, প্রায় ১৫ বছর ধরে বিনোদপুর গ্রামের মৃত আইজাল বিশ^াসের ছেলে নিকট থেকে লিজ নিয়ে চাষাবাদ করে আসিছি। কয়েকমাস আগে জমির মালিক আমাকে জমি ছেড়ে দিতে বলে। ৮ হাজার টাকা প্রতিবছর লিজের তথা থাকলেও পরে ২ হাজার টাকা বেশি করে দিতে গ্রামের মানুষের কথা আমি ১০ হাজার টাকায় জমিটি আবারও লিজ নিই। ২০ জুলাই দুপুরে মাঠ থেকে বাড়ি এসে জানতে পারি সোহবর আলী আমার কলাগাছগুলো কেটে ফেলছে। তাকে কলা গাছগুলো কাঠতে নিষেধ করলেও সোহবর না শুনে প্রায় ২৫/৩০ টি ফলন্ত কলা গাছ কেটে দিয়েছে।