আলমডাঙ্গায় ইসলামিক কালচারাল সেন্টার 'আবর্তন' আয়োজিত সেমিনার 'মহান উদার বাদশাহ আলমগীর' অনুষ্ঠিত
সম্রাট আওরঙ্গজেব ইতিহাসের একজন মজলুম শাসক। তার কর্ম ও অর্জন সুবিশাল হলেও তাঁকে ঘিরে তৈরি হয়েছে নানা মিথ ও মিথ্যাচার। মহান এই শাসকের জীবন-কর্ম নিয়ে আলোচনার প্রয়োজন অনুভব করে ইসলামিক কালচারাল সেন্টার 'আবর্তন' গতকাল (২০.০৭.২৩) বাদ মাগরিব আলমডাঙ্গা কাছারিপাড়াস্থ দারুস সুন্নাহ নুরানী একাডেমিতে একটি সেমিনার আয়োজন করে। অনুষ্ঠানটি হাফেজ মাওলানা গোলাম মুক্তাদিরের কুরআন তিলাওয়াতের মধ্যদিয়ে শুরু হয় এবং উপস্থাপনা করেন নাদিউজ্জামান খান রিজভী। নাশিদ পরিবেশন করেন তাওহিদুল ইসলাম খান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাওলানা হোসাইন আহমাদ, খতিব, পশুহাট জাদে মসজিদ; শিক্ষক, উসমানপুর ফাজিল মাদরাসা এবং মাওলানা হাসান মুরাদ, নাজীমে তালিমাত, দারুস সুন্নাহ মাদরাসা, ভেড়ামারা, কুষ্টিয়া।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাওলানা ইমদাদুল হক, মাওলানা সুহাইল আহমাদ, মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ, কাজল আহমেদসহ সমাজের বিভিন্ন স্তরের মুসলিম জনতা।