৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গা উপজেলা সমাজসেবা অফিসারকে লাঞ্চিতকারী হিসাব রক্ষককে চট্টগ্রামের পটিয়ায় বদলি

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জুলাই ২০, ২০২৩
87
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 


আলমডাঙ্গা উপজেলা সমাজসেবা অফিসার নাজমুল হুসাইনকে লাঞ্চিত করার ঘটনায় উচ্চমান সহকারী (হিসাব রক্ষক) মনিরুজ্জামানকে চট্টগ্রামের পটিয়া উপজেলা সমাজসেবা অধিদফতরে বদলি করা হয়েছে। আজ বৃহস্পতিবার তিনি আলমডাঙ্গা অফিসের দায়িত্বভার বুঝিয়ে দিবেন বলে জানা গেছে।

উল্লেখ্য, গত রবিবার বেলা সাড়ে ৩ টার দিকে উচ্চমান সহকারী (হিসাব রক্ষক) মনিরুজ্জামানকে জেলা সমাজ সেবা অধিদপ্তর (ডিজি) বরাবর চিঠি টাইপ করতে নির্দেশ দেন উপজেলা সমাসেবা অফিসার নাজমুল হুসাইন। চিঠিতে একাধিক ভুল থাকায় তাকে পূণরায় সংশোধন করতে বললে মনিরুজ্জামান ক্ষিপ্ত হয়ে ওঠেন। শুরু হয় তর্কাতর্কি। এক পর্যায়ে সমাজসেবা অফিসারের উপর আক্রমণ করেন মনিরুজ্জামান। এরপর আহত নাজমুল হুসাইনকে হারদী স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়।

উদ্ভুত ঘটনায় আলমডাঙ্গার অফিস পাড়ায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। উপজেলা প্রশাসন সকল অফিসারদের নিয়ে জরুরি মিটিংয়ে বসে। মিটিংয়ে অভিযুক্ত উচ্চমান সহকারীকে আসামী করে থানায় মামলা দায়েরের সিদ্ধান্ত হয়। ওইদিন দুপুরেই উপজেলা সমাজসেবা অফিসার নাজমুল হুসাইন থানায় মামলা দায়ের করেন।

এরই মধ্যে অভিযুক্ত উচ্চমান সহকারী মনিরুজ্জামানকে চট্টগ্রামের পটিয়া অফিসে বদলীর আদেশ আসে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram