আলমডাঙ্গায় মাদকসহ ৩ জন আটক
আলমডাঙ্গার মুন্সিগঞ্জ ক্যাম্প পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে বাজারে বিক্রয় নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ জনকে আটক করেছে। ১৯ জুলাই বুধবার রাত ১০টার দিকে মাদারহুদা গ্রাম থেকে তাদেরকে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়।
জানাগেছে, উপজেলার জেহালা ইউনিয়নের মাদারহুদা গ্রামের ওহিদুল হকের ছেলে আশাদুল হক রিপন (৩০) একই গ্রামের কুদ্দুস আলীর ছেলে নাঈম আলী(২০) ও কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার সুতাইল গ্রামের আমজেদ আলীর ছেলে সুজন আলী(২৬) দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদক দ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয় করে আসছিল।
বুধবার রাতে আলমডাঙ্গা থানার মুন্সিগঞ্জ ক্যাম্প পুলিশের এসআই ইউসুফ মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে মাদারহুদা গ্রামের নুর আলির বাড়ির সামনে অভিযান চালিয়ে তাদের ৩ জনকে আটক করে। আটকের পর তাদের নিকট থেকে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে। এবিষয়ে আলমডাঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের হয়েছে।