আলমডাঙ্গায় ট্যাপেন্টাডলসহ দুজন আটক
আলমডাঙ্গা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে বাজারে বিক্রয় নিষিদ্ধ ট্যাপেন্টাডলসহ কালিদাসপুরের সাইফুল ও গোবিন্দপুরের রাসেলকে আটক করেছে। ১৮ জুলাই মঙ্গলবার রাত ৯টার দিকে বাবুপাড়া থেকে তাদেরকে ৫০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়।
জানাগেছে, উপজেলার কালিদাসপুর ইউনিয়নের কালিদাসপুর স্কুলপাড়ার সাদেক মালিথার ছেলে সাইফুল ইসলাম(২৯) এবং আলমডাঙ্গা পৌরসভার গোবিন্দপুর গ্রামের ইউনুস আলীর ছেলে রাসেল(২৫) দীর্ঘদিন ধরে পুর্লিশের চোখ ফাঁকি দিয়ে মাদক দ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয় করে আসছিল।
মঙ্গলবার রাতে আলমডাঙ্গা থানার এসআই হাদীউজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে বাবুপাড়ায় অভিযান চালিয়ে তাদের দুজনকে গ্রেফতার করে। আটকের পর তাদের নিকট থেকে ৫০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার করে। এবিষয়ে আলমডাঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের হয়েছে।