আলমডাঙ্গায় নৌকা মঞ্চ কমিটির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত
আলমডাঙ্গায় আওয়ামীলীগের পদবঞ্চিত নৌকা মঞ্চ কমিটির উদ্যোগে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ জুলাই রোববার বাবুপাড়া কমিউনিটি সেন্টারে সকাল ১০টার দিকে আওয়ামীলীগের তৃণমূল পর্যায়ের ত্যাগী, নির্যাতিত, নিপীড়িত ও পদবঞ্চিত নেতাকর্মিদের সমন্বয়ে গঠিত নৌকা মঞ্চ কমিটির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মত বিনিময় সভায় বক্তাগণ বলেন, আজকে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, প্রত্যেকে বিগত সরকারের আমলে নির্যাতনের স্বীকার হয়েছি। লড়াই সংগ্রাম করেছি। দলের জন্য মামলা হামলার শিকার হয়েছি। আজকে দল যখন ক্ষমতায়, তখনও আমরা আজ নির্যাতনের শিকার।
একজনকেও কোন কমিটিতে রাখা হয়নি। আমাদের অপরাধ আমরা নৌকার লোক।সব সময় নৌকার পক্ষে কাজ করেছি। গত উপজেলা নির্বাচনে আমরা দলের চেয়ারম্যান প্রার্থীর নৌকা প্রতিকে ভোট করেছিলাম। সেই সময় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতির নির্দেশে তাদের তৈরী পকেট কমিটির লোকজন বলেছিল এ নৌকা কাগজের নৌকা। তারা নৌকার বিরুদ্ধে ভোট করেছিল। আমরা সভানেত্রীর দেয়া নৌকার প্রতিকের প্রার্থীর পক্ষে ভোট করেছিলাম। এটাই আমাদের অপরাধ। সে কারণে আমরা আজ নির্যাতিত নিপীড়িত।
বক্তাগণ আরও বলেন, আমরা আগামী সংসদ নির্বাচনে একজন গ্রহণযোগ্য ব্যক্তিকে নৌকার নমিনেশন দেবার জন্য সভানেত্রীর কাছে আবেদন জানাবো। প্রয়োজন আমরা নেত্রীর সাথে দেখা করে বিষয়টি বলবো।
মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা নৌকামঞ্চ কমিটির সভাপতি, জেলা আওয়ামীলীগের সাবেক তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক ও ভাংবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাওসার আহমেদ বাবলু ।
নৌকামঞ্চ কমিটির সাধারণ সম্পাদক জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও চিৎলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিল্লুর রহমানের উপস্থাপনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন নৌকা মঞ্চ কমিটির সহসভাপতি ও পদ্মবিলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু তাহের, নৌকা মঞ্চের প্রধান উপদেষ্টা , আলমডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও কুমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, খাদিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুল হালিম মন্ডল, কুতুবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য সাখাওয়াত হোসেন টাইগার, জেলা কৃষকলীগের সভাপতি ও মোমিনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার, কালিদাসপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মঈন উদ্দিন পারভেজ, জেলা পরিষদের সাবেক সদস্য ও গাংনী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক রকিবুল ইসলাম, উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক ও নাগদাহ ইউনিয়নরে সাবেক সাধারন সম্পাদক খন্দকার বজলুর রহমান, বেলগাছী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক নজরুল ইসলাম, ডাউকি ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মোনায়েম হোসেন, কালিদাসপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আবু তালেব, খাসকররা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাাধারন সম্পাদক এ এইচ এম মোয়াজ্জেম হোসেন, জেহালা ইউনিয়নের সাবেক সাধারন সম্পাদক ফজলুল হক, কুমারী ইউনিয়নের ইউপি সদস্য নজরুল ইসলাম, বাড়াদি ইউনিয়নের ইউপি সদস্য হাসিবুল ইসলাম, কুমারী ইউনিয়নের সাবেক যুগ্ম সম্পাদক বুলু মিয়া, বেলগাছি ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, খাসকররা ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য (অবসেনা সদস্য) রুহুল আমীন, আওয়ামীলীগ নেতা আব্দুল মজিদ, যুবলীগ নেতা রাসেল পারভেজ রাজু, এছাড়াও আওয়ামীলীগ, কৃষকলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ ৭১ সদস্য বিশিষ্ট নৌকা মঞ্চ কমিটির নেতৃবৃন্দ।