আলমডাঙ্গায় জব্বার ও রাশেদুল ইসলাম জুয়েল নামের দুই মাদক বিক্রেতা গ্রেফতার
আলমডাঙ্গার গড়চাপড়া গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে জব্বার ও রাশেদুল ইসলাম জুয়েল নামের দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা দুইটার দিকে মুন্সিগঞ্জ গড়চাপড়ার চিহ্নিত মাদক ব্যবসায়ী সুজনের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত জব্বার (৬০) আলমডাঙ্গা পৌর এলাকার স্টেশনপাড়ার মৃত ছাদেক আলীর ছেলে ও রাশেদুল ইসলাম জুয়েল (২৩) বন্ডবিল উত্তরপাড়ার শামীম হোসেনের ছেলে। গ্রেপ্তারকৃত দু'জনের কাছ থেকে ৬শ' গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
আলমডাঙ্গার জেহালা ইউনিয়ন জুড়ে মাদকের কারবার সংক্রান্ত বিষয়ে স্থানীয় বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর পুলিশ জেহালা ইউনিয়নে ব্যাপক মাদক বিরোধী অভিযান শুরু করেছে।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ জনাব বিপ্লব কুমার নাথ এর নির্দেশে মুন্সিগঞ্জ পুলিশ ক্যাম্পের আইসি এসআই (নিঃ) ইউসুফ আলী, এএসআই (নিঃ) মোঃ ইকবাল হোসেনসহ সঙ্গীয় ফোর্স মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।
গোপন সংবাদের ভিত্তিতে গড়চাপড়া গ্রামের শুকুর আলীর ছেলে চিহ্নিত মাদক কারবারী সুজনের বাড়িতে অভিযানকালে সেখানে গাঁজা বেচাকেনার সময় জব্বার ও রাশেদুল ইসলাম ওরফে জুয়েলকে হাতে নাতে আটক করে পুলিশ।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। এদিকে পুলিশের ব্যাপক মাদক বিরোধী অভিযানে চিহ্নিত মাদক কারবারীরা দিয়েছে গা ঢাকা।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ জানান, মাদকের সাথে কোন আপোষ নেই। মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে।