বাড়াদী ইউনিয়ন আওয়ামিলীগের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাকের ইন্তেকাল
বাড়াদী প্রতিনিধিঃ আলমডাঙ্গার বাড়াদী ইউনিয়ন আওয়ামিলীগের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার ভোর ৪ টার দিকে কুষ্টিয়া সদর হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬১ বছর। এক ছেলে এক মেয়ে স্ত্রী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন সবশেষ তিনি হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যায়। তিনি ছাত্রজীবনে চুয়াডাঙ্গা সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে আলমডাঙ্গার বাড়াদী ইউনিয়ন আওয়ামিলীগের দায়িত্ব পালন করেন টানা ১৭ বছর।
গতকালই বেলা ১২ টার দিকে হাজারো মানুষের উপস্থিতিতে গ্রাম্য কবরস্থানে দাফন কার্য সম্পন্ন হয়। তাঁকে এক নজর দেখার জন্য তাঁর দীর্ঘদিনের সহকর্মীসহ হাজার হাজার রাজনৈতিক কর্মী, সমর্থক, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ী ভিড় করে।
এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা চেয়রাম্যান মোঃ আশাদুল হক বিশ্বাস, আলমডাঙ্গা উপজেলা চেয়রাম্যান মোঃ আইয়ুব হোসেন,চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, জেলা যুবলীগের সভাপতি নঈম হাসান জোয়ার্দ্দার, বাড়াদী ইউপি চেয়ারম্যান মাসুদ পারভেজ, সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, সাবেক চেয়ারম্যান তবারক হোসেন প্রমুখ ।