জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খোকনের বেলগাছি, নাগদাহ, আইলহাঁস ও খাসকররা ইউনিয়নে গণসংযোগ
কেন্দ্রীয় যুবলীগ নেতা সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন খোকন দিনভর আলমডাঙ্গার বেলগাছি, নাগদাহ, আইলহাঁস ও খাসকররা ইউনিয়নে নির্বাচনী গণসংযোগ করেছে। আগামি সংসদ নির্বাচনে নিজেকে আওয়ামীলীগের প্রার্থী হওয়ার প্রত্যাশা নিয়ে তিনি সাধারন মানুষের সাথে সৌজন্য সাক্ষাত করেন। তাদের খোজ খবর নেন। সকলের কাছে দোয়া কামনা করেন যেন আগামী সংসদ নির্বাচনের মাঠে নৌকা প্রতিক নিয়ে জনতার সামনে আসতে পারেন।
তিনি বেলগাছি বাজার, ও বেলগাছী মালিথাপাড়া, নাগদাহ ইউনিয়নের খেজুরতলা বাজার, জাঁহাপুর মোড়,ঘোলদাড়ি বাজার, আইলহাঁস ইউনিয়নের পাইকপাড়া, আইলহাঁস, আইলহাঁস বাজারে ও খাসকররা এলাকায় জনসংযোগ করেন।
গণসংযোগকালে তিনি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নৌকাকে বিজয়ী করতে সকলের প্রতি অনুরোধ করেন।
চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক ভিপি বিশিষ্ট মুক্তিযোদ্ধা শেখ সামসুল আবেদীন খোকন বৃষ্টি উপেক্ষা করেই এ গণসংযোগ অব্যাহত রাখেন।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা আব্দুল্লাহ আল হোসাইন দিপক, আলমডাঙ্গা পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর আসরাফুল হোসেন বাবু, বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুর রহমান রুবেল হোসেন, শামীম সরোয়ার, শেখ সাহানুর টিপু, যুবলীগ নেতা শেখ রিভেন, রুবেল, মিয়াদ, লিখন, রিদয়, রিয়ন, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ নেতা নিপ্পন, আলমডাঙ্গা উপজেলা ছাত্রলীগের নেতা সাহারিয়ার তপু, সাকিল, সাব্বিরুজ্জামান, আশিক, সজিব, নাফিজ, মামুন, টগর, সাকিব, তামিম, রাসেল প্রমুখ।