নিমগ্ন পাঠাগারের বর্ষপূর্তি উপলক্ষে মতবিনিময় ও আলোচনাসভা অনুষ্ঠিত
নিমগ্ন পাঠাগার এর বর্ষপূর্তি অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে, আলহামদুলিল্লাহ। পাঠক, দাতা সদস্য ও বিশিষ্টজনের উপস্থিতিতে আজ সকাল ১১টায় দারুস সুন্নাহ একাডেমিতে অনুষ্ঠানটি আয়োজিত হয়। মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহর কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় এবং মুফতি আব্দুল্লাহ হাসান কাসেমীর মোনাজাতের মাধ্যমে শেষ হয়।
অনুষ্ঠানে মূল্যবান বক্তব্য প্রদান করেন মাওলানা ইমদাদুল হক, মাহফুজুল হক, মোস্তাফিজুর রহমান রানা, শাহিন আহমেদ টিটো, মেহেদি হাসান মোহন, আল মাসুদ আব্দুল্লাহ, মুসআব নুসাইর ও নাদিউজ্জামান রিজভী। নাশিদ পেশ করেন তাওহিদুল ইসলাম খান। স্বরচিত কবিতা পাঠ করেন শুয়াইব হোসেন।
এছাড়াও নিমগ্ন পাঠাগারের পাঠকদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরষ্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হাফেজ আল ইমরান বকুল, আসাদুজ্জামান শাহিন, কাজল আহমেদ, হাফিজুর রহমান, কামরুজ্জামান, ফারুখ হোসেন মোল্লা, সাইদুর রহমান সাইদ, শের আলী প্রমুখ।