আলমডাঙ্গায় বজ্রপাতে নিহত আব্দুল গাফফার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান
আলমডাঙ্গা রংপুর মাঠে পাট ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে নিহত যুবক আব্দুল গাফফারের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ২৬ জুন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রালয়ের উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের মাধ্যমে সহায়তা প্রদান করা হয়।
জানাগেছে, গত ১৪ জুন বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে রংপুর মাঠে পাট ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে আলিয়াটনগরের হাফিজুর রহমানের ছেলে আব্দুল গাফফার আহত হয়। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত বলে ঘোষনা করেন।
এবিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অফিসের মাধ্যমে আব্দুল গাফফারের পরিবারকে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়। সোমবার উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস বজ্রপাতে নিহত আব্দুল গাফফারের পিতা হাফিজুর রহমানের হাতে চেক হস্তান্তর করেন । এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ও সহকারি সার্জন ডা. শারমিন আক্তার, আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক তদন্ত একরামুল হোসাইন, অফিস স্টাফ মহসীন মোড়ল প্রমুখ।