সম্মতি না থাকার পরও প্রেসক্লাবের কমিটিতে নাম দেওয়া আলমডাঙ্গার সিনিয়র সাংবাদিকদের প্রতিবাদ
সাংবাদিকদের সম্মতি না থাকার পরও আলমডাঙ্গা প্রেসক্লাবের কমিটিতে নাম দেওয়ায় আলমডাঙ্গার সিনিয়র সাংবাদিকরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
লিখিত প্রতিবাদে দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার ব্যুরো প্রধান ও দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি আতিয়ার রহমান মুকুল, দৈনিক পশ্চিমাঞ্চলের ব্যুরো প্রধান ও আমাদের নতুন সময়ের প্রতিনিধি প্রশান্ত বিশ্বাস, দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি আনোয়ার হোসেন এবং দৈনিক মাথাভাঙ্গা ও দৈনিক সময়ের আলোর প্রতিনিধি শরিফুল ইসলাম রোকন জানিয়েছেন, দীর্ঘ বছর ধরে আলমডাঙ্গা প্রেসক্লাব সভাপতি- সেক্রেটারীর প্রাইভেট কোস্পানী হিসেবে পরিনত হয়েছে। প্রেসক্লাবের অগঠণতান্ত্রিক কার্যক্রমের বিরুদ্ধে তারা প্রতিবাদ জানিয়ে আসছিলেন।
তারপরও স্বঘোষিত কমিটির আমৃত্যু সভাপতি সেক্রেটারী গত ২০ জুন কয়েকজনের উপস্থিতিতে পূর্ণাঙ্গ কমিটি করার নামে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির জন্য কিছু সিনিয়র সাংবাদিককে নির্বাহী সদস্য হিসেবে কমিটিতে নাম দেখিয়েছে। যা চুয়াডাঙ্গার একটি স্থানীয় পত্রিকাসহ অনলাইন পত্রিকায় ছাপা হলে অনেকের মত সিনিয়র সাংবাদিকদেরও দৃষ্টিগোচর হয়।
প্রতিবাদে স্বঘোষিত কমিটির এহেন কর্মকান্ডের তীব্র নিন্দা জানান এবং তথাকথিত সাংবাদিক কমিটিতে তাদের কোন প্রকার সম্পৃক্ততা নেই বলে জানিয়ে ভবিষ্যতে এমন কর্মকান্ড অব্যাহত রাখলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উল্লেখ করা হয়েছে।