জনপ্রশাসন প্রতিমন্ত্রীর সহায়তায় মেহেরপুর হাসপাতালে করোনা সুরক্ষা সামগ্রী উপহার প্রদান
মেহেরপুর প্রতিনিধি ॥ করোনাকালীন চিকিৎসাসেবার সহায়তায় মেহেরপুর জেনারেল হাসপাতালে সুরক্ষাসামগ্রী বিতরন করেছে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর নির্দেশনায় মেহেরপুর জেলা আওয়ামী লীগ। মঙ্গলবার বেলা ১০টার দিকে মেহেরপুর জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে এ সামগ্রী হস্তান্তর করা হয়।
প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এবং জনপ্রসাশন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন কতৃক সুরক্ষাসামগ্রী বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা: নাসির উদ্দিন, হাসপাতালের তত্বাবধায়ক ডা: রফিকুল ইসলাম, বিএমএ এর সভাপতি ডা: তাহের, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল হালিম, যুগ্ন সম্পাদক ইব্রাহীম শাহীন,আমদাহ ইউপি চেয়ারম্যান আনারুল ইসলাম, বুড়িপোতা ইউপি চেয়ারম্যান শাহ জামান, জেলা সেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক মতিউর রহমান মতিন সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
মেহেরপুরে চিকিৎসাসেবার সুবিধার্থে হাসপতাল কতৃপক্ষকে অক্সিজেন ভেন্টিলেটর মেশিন, পিপিই, মাস্ক, সেনিটাইজার সহ ১৪ প্রকারের সামগ্রী বিতরন করা হয়। অনুষ্ঠানে হাসপাতালের ডাক্তার, স্টাফ, নার্সসহ কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।