আলমডাঙ্গায় নবাগত উপজেলা নির্বাহী অফিসারের সাথে মতবিনিময়
আলমডাঙ্গা উপজেলার নবাগত নির্বাহী অফিসার স্নিগ্ধা দাসের সাথে উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । ২১ জুন বুধবার উপজেলা হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাসের সভাপতিত্বে প্রধান ছিলেন আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডঃ সালমুন আহমেদ ডন, উপজেলা সহকারি কমিশনার ভূমি রেজওয়ানা নাহিদ, উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাদী জিয়াউদ্দিন আহমেদ সাঈদ, থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ, প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহিল কাফি, কৃষি অফিসার হোসেন শহীদ সোরওয়ার্দী, ইউপি চেয়ারম্যান মোজাহিদুর রহমান জোয়ার্দার লোটাস, আশিকুজ্জামান ওল্টু, তফসির আহমেদ মল্লিক লাল, আবু সাইদ পিন্টু, মাহমুদুল হাসান চঞ্চল, মিনহাজ উদ্দিন বিশ্বাস, হাসানুজ্জামান সরোয়ার, সোহানুর রহমান সোহান, আলহাজ¦ শেখ আসাদুল হক মিকা, এজাজ ইমতিয়াজ বিপুল জোয়ার্দার, তবারক হোসেন, মুন্সি ইমদাদুল হক, নজরুল ইসলাম, তরিকুল ইসলাম, মকলেছুর রহমান সিলন।
এছাড়াও উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, উপজেলা প্রকৌশলী আরিফুদৌলা, সমাজ সেবা অফিসার নাজমুল হোসেন, খাদ্য গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা লিটন কুমার, ইউআরসি জামাল উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত, বিআরডিবি কর্মকর্তা শায়লা সারমিন, হিসাব রক্ষন কর্মকর্তা শহিদুল ইসলাম, পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান, তথ্য কর্মকর্তা স্নিগ্ধা দাস প্রমুখ।