১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় ধান ক্ষেতের নালায় ডুবে শিশুকন্যার মৃত্যু

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জুন ২১, ২০২৩
144
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গায় ধান ক্ষেতের নালার পানিতে ডুবে আয়েশা আক্তার নামের চার বছরের এক শিশুকন্যার মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ২ টার দিকে উপজেলার কেদারনগর গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।


আয়েশা আক্তার কেদারনগর গ্রামের জুতা ব্যবসায়ী স্বপন আহমেদের কন্যা।


স্বজনরা জানান, শিশু আয়েশা দুপুরে বাড়ির ভেতরে খেলা খেছিলো। খেলতে খেলতে সকলের অগোচরে হঠাৎ করেই বাড়ির পাশের মাঠের মধ্যে চলে যায়। শিশু আয়েশার উপস্থিতি না পাওয়ায় পরিবারের লোকজন চারিদিকে খোঁজাখুঁজি করতে থাকে। এক সময় মাঠের জমিতে পানি যাবার নালার মধ্যে পড়ে থাকতে দেখতে পায়। তাকে দ্রূত উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহ সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram