সাংবাদিক নাদিমের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আলমডাঙ্গায় প্রতিবাদ সভা
জামালপুরের বকশীগঞ্জের সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার প্রতিবাদে আলমডাঙ্গায় প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ জুন শনিবার সন্ধ্যায় দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার আলমডাঙ্গা অফিসে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়। প্রতিবাদ সভায় সাংবাদিক ছাড়াও সাহিত্য সংগঠণ, শিক্ষক ও পেশাজীবী সংগঠণের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
সিনিয়র সাংবাদিক রহমান মুকুলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক প্রশান্ত বিশ্বাস, ফিরোজ ইফতেখার, সাংবাদিক ও সাহিত্যিক আনোয়ার রশীদ সাগর, সাংবাদিক আনোয়ার হোসেন, কবি সহকারি অধ্যাপক আসিফ জ্হাান, শিক্ষক প্রতিনিধি নাসির উদ্দিন এ্যাটোম, সাংবাদিক শরিফুল ইসলাম রোকন, তানভীর সোহেল, এমদাদ হোসেন, আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাব সভাপতি নাহিদ হাসান, সাধারণ সম্পাদক নাজমুল হক শাওন, সাংবাদিক তানজিদ আহম্মেদ সোহেল, এম সনজু আহম্মেদ, আলামিন হোসেন প্রমুখ।
প্রতিবাদ সভায় সাংবাদিক নাদিম হত্যায় জড়িত আসামীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানানো হয়।