রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন বীর মুক্তিযোদ্ধা সুবেদার আজগর আলীর
রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সুবেদার আলহাজ্ব আজগর আলীর (৮০)। ১১ জুন রবিবার সন্ধ্যায় গার্ড অফ অনার প্রদান করা হয়। সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদ আনুষ্ঠানিকভাবে এ গার্ড অব অনার প্রদান করেন।
পরে রাত সাড়ে ৯টায় দারুস সালাম ঈদগা ময়দানে জানাযার নামাজ শেষে দাফন করা হয়েছে। মরহুম আলহাজ্ব আজগর আলীর আলমডাঙ্গা কোর্টপাড়ার মৃত সুন্নত আলী মন্ডলের ছেলে। ২০০০ সালে কুমিল্লা ক্যান্টমেন্ট থেকে তিনি অবসর গ্রহন করেন।
গতকাল ১১ জুন তিনি স্ট্রোকে আক্রান্ত হলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ৩ টার দিকে মৃত্যু বরণ করেন।
পুলিশ পরিদর্শক (তদন্ত) একরামুল হোসাইনের নেতৃত্বে চুয়াডাঙ্গা পুলিশ লাইনের একদল চৌকস টিম এ গার্ড অব অনারে অংশ নেন। মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে পরিবারের পক্ষ থেকে একমাত্র ছেলে কামরুল হাসান শরিফ সকলের নিকট দুআ চেয়েছেন।