গাংনীতে সাপের কামড়ে কৃষকের মৃত্যু
গাংনী প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে সাপের কামড়ে খসরুল আলম খসরু (৩৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার রাত ১২ টায় তার নিজ বাড়িতে মৃত্যু হয়। সে উপজেলার কাজীপুর গ্রামের হালসানা পাড়ার উকিল উদ্দীনের ছেলে। স্থানীয় ইউপি সদস্য মো: খবির উদ্দীন জানান, খসরুল আলম খসরু প্রতিদিনের ন্যায় সিমান্ত এলাকায় একটি জমিতে কাজ করছিলো। এসময় বিষধর সাপে তার পায়ে কামড় দিলে অসুস্থ হয়ে পড়ে। সাপে কামড়ের বিষয়টি তার পরিবারের সদস্যদের কাছে গোপন করে। রাত গভীর হওয়ার সাথে সাথে অসুস্থতাও বাড়তে থাকে এক পর্যায় সাপে কামড়ের বিষয়টি পরিবারের সদস্যদের জানালে একজন ওঝাকে দিয়ে বিষ উত্তোলনের জন্য চেষ্টা করলেও শেষ পর্যন্ত তার মৃত্যু হয়। মৃতের পরিবার ও স্থানীয় সৃত্র জানায়, খসরুল আলম খসরু’র নামে একটি মাদকের মামলা রয়েছে। মামলার পর থেকে অনেকটাই আত্মগোপনে থাকতো সে। পুলিশের হাতে আটক হতে পারে এমন আশংখায় হাসপাতালে চিকিৎসা নিতে যায়নি।