আলমডাঙ্গায় বস্তুনিষ্ঠ ও গতিশীল সাংবাদিকতায় সাংবাদিকের দায়িত্ব শীর্ষক আলোচনাসভা
বস্তুনিষ্ঠ ও গতিশীল সাংবাদিকতায় সাংবাদিকের দায়িত্ব শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল আলমডাঙ্গা বণিক সমিতির অডিটরিয়ামে এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এ আলোচনাসভা আলমডাঙ্গায় কর্মরত জাতীয় ও আঞ্চলিক পত্রিকার নবীন প্রবীন সাংবাদিকদের উপস্থিতিতে মিলনতীর্থ হয়ে উঠে।
সিনিয়র সাংবাদিক রহমান মুকুলের সভাপতিত্বে ও সিনিয়র সাংবাদিক সাংবাদিক প্রশান্ত বিশ্বাসের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন সাংবাদিক ফিরোজ ইফতেখার, সাংবাদিক আনোয়ার রশীদ সাগর, , সাংবাদিক শরিফুল ইসলাম রোকন, সাংবাদিক তানভীর সোহেল, সাংবাদিক অনিক সাইফুল, সাংবাদিক সোহেল হুদা, সাংবাদিক এখলাস উদ্দীন, সাংবাদিক আতিকুর রহমান ফরায়েজী, সাংবাদিক সুজন ইভান, সাংবাদিক নাহিদ হাসান, সাংবাদিক এনএইচ শাওন, সাংবাদিক ইউনুস আলী মন্ডল, সাংবাদিক সনজু আহম্মেদ, সাংবাদিক নাসির উদ্দিন, সাংবাদিক রানা আহম্মেদ, সাংবাদিক আল আমিন হোসেনসহ বিভিন্ন পত্রিকার ৩০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।
আলোচনায় সভাপতি রহমান মুকুল বলেন, বস্তুনিষ্ঠ ও গতিশীল সাংবাদিকতা প্রতিষ্ঠিত করতে হলে সর্বাগ্রে এ দায় সাংবাদিকদের নিজের কাধে তুলে নিতে হবে। একটা গণতান্ত্রিক রাষ্ট্রে সাংবাদিকদের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। তাই সাংবাদিকদের পেশাদারিত্বের প্রতি অঙ্গিকারাবদ্ধ থাকতে হবে। নৈতিকতা, স্বচ্ছতা ও জবাবদিহিতার বিষয়টিও খুব গুরুত্বপূর্ণ।
সাংবাদিক ফিরোজ ইফতেখার বলেন, ভালো সাংবাদিকতা শিখতে হলে অবশ্যই নিজেকেই চেষ্টা করতে হবে। সময়ের সাথে তাল মিলিয়ে চলতে শিখতে হবে। নিজেকে আপডেট রাখতে হবে।
সাংবাদিক প্রশান্ত বিশ্বাস বলেন, মতবিনিময় সভায় বক্তাগণ বলেন, এলাকায় অপ-সাংবাদিকতার কারণে মানুষ গণমাধ্যমের উপর দিন দিন আস্থা হারিয়ে ফেলছে। সুস্থ ধারার সাংবাদিকতার মাধ্যমে সেই আস্থা ফিরিয়ে আনতে হবে। এই চ্যালেঞ্জ গ্রহণের জন্য নবীন সাংবাদিকদের নিজেকে প্রস্তুত করতে হবে।
আনোয়ার রশীদ সাগর বলেন, ভালো সাংবাদিকতার জন্য সাহিত্যের জ্ঞান থাকতে হবে। শব্দ চয়নের প্রতি যতœবান হতে হবে। সমার্থক শব্দ আয়ত্ব করতে হবে।