১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গার প্রাক্তন উপজেলা শিক্ষা অফিসার আলহাজে নূরুল ইসলাম আর নেই

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
আগস্ট ১৭, ২০২০
120
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

প্রাক্তন উপজেলা শিক্ষা অফিসার আলমডাঙ্গা কলেজপাড়ার আলহাজে নূরুল ইসলাম আর নেই (ইন্না লিল্লাহি ---রাজিউন)। বার্ধক্যজনিত রোগে গতকাল ১৭ আগস্ট রাত সাড়ে আটটায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৯০ বছর। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ৪ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ ১৮ আগস্ট সকাল ৯টায় আলমডাঙ্গা দারুস সালাম কবরস্থানে জানাযা শেষে লাশ দাফন করা হবে।

          মরহুম নূরুল ইসলাম আলমডাঙ্গা কলেজপাড়া জামে মসজিদ ও নিজ গ্রাম রায়সা জামে মসজিদ নির্মাণের উদ্যোক্তা ছিলেন। এছাড়াও তিনি নানা জনহিতকর কর্মকান্ডে সম্পৃক্ত ছিলেন। তিনি সদালাপী ও সজ্জন-ধার্মিক ছিলেন।  

          মরহুমের আত্মার মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া চেয়েছেন বড় ছেলে চুয়াডাঙ্গা সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ কামরুজ্জামান বাবলু ও মেজো ছেলে এমএস জোহা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক রোকনুজ্জামান ডাবলু।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram