চুয়াডাঙ্গায় করোনা আক্রান্তের সংখ্যা দিনদিন বাড়ছে: নতুন শনাক্ত ৪৫
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। করোনার সংক্রমণ থেকে রেহাই পেতে জেলা প্রশাসনসহ পুলিশ প্রশাসনের সদস্যরা নিরলস ভাবে কাজ করে চলেছে। স্বাস্থ্যবিধি না মানার কারনে এর প্রাদুর্ভাব বুদ্ধি পাচ্ছে বলে বিষশেঞ্জদের ধারনা।
বিশেষ করে চুয়াডাঙ্গা পৌর এলাকায় করোনার সংক্রমন বেড়েই চলেছে। এখনই এর প্রতিকার না করলে ভবিষ্যতে এ জেলায় করোনার প্রদুর্ভাব থেকে রেহাই পাওয়া মুশকিল হয়ে পড়বে। গত ২৪ ঘন্টায় চুয়াডাঙ্গায় নতুন করে ৪৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। গতকাল সোমবার রাতে চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। আক্রান্তদের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলায় ২৭ জন, দামুড়হুদা উপজেলার ৪ জন এবং আলমডাঙ্গা উপজেলায় ১৪ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ১ হাজার ৫৮ জন, সুস্থ হয়েছে ৫শ’ ৪৫ জন এবং মৃত্যুবরণ করেছে ২০ জন।
চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান জানান, গতকাল সোমবার জেলার ৪ উপজেলা থেকে মোট ৮৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। গতকাল রাতে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে মোট ৭৭ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট আসে। যার মধ্যে ৪৫ জনের শরীরে করোনা পজিটিভ। নতুন শনাক্তদের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলায় ২৭ জন, দামুড়হুদা উপজেলায় ৪ এবং আলমডাঙ্গা উপজেলায় ১৪ জন।
চুয়াডাঙ্গা সদর উপজেলার ২৭ জনের মধ্যে চুয়াডাঙ্গা শহরের আক্রান্তদের মধ্যে ২৮ জন পুরুষ ও ১৭ জন নারী। যাদের বয়স ৮ থেকে ৭৭ বছরের মধ্যে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ৫৮ জন, সুস্থ হয়েছে ৫শ’ ৪৫ জন এবং মৃত্যুবরণ করেছে ২০ জন। আক্রান্তদের মধ্যে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশনে ভর্তি আছে ৫৬ জন, হোম আইসোলেশনে আছে ৪৩৪ জন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছে ৩১ জন এবং হোমকোয়ারেন্টাইনে আছে ১০৩১ জন।