আলমডাঙ্গা কেন্দ্রীয় তন্তবায় সমিতি ও সমবায় অফিসের সাথে সমিতির উন্নয়নে মতবিনিময়
আলমডাঙ্গায় প্রাথমিক তন্তবায় সমিতির কর্মকর্তাদের সাথে কেন্দ্রীয় তন্তবায় সমিতি ও সমবায় অফিসের কর্মকর্তাদের সমিতির উন্নয়ন কল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ মে বুধবার সমিতির কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় কেন্দ্রীয় তন্তবায় সমিতির সাবেক সাধারন সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু মুছার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমবায় অফিসের সহকারি পরিদর্শক শাহারুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সভাপতি মতিয়ার রহমান, সাধারন সম্পাদক নুর নবী।
কেন্দ্রীয় তন্তবায় সমিতির সাবেক সভাপতি ও বৃহত্তর কাপর পট্টি সমিতির সভাপতি আলহাজ¦ গোলাম রহমান সিঞ্জুলের উপস্থাপনায় উপস্থিত ছিলেন ১৩টি প্রাথমিক তন্তবায় সমবায় সমিতির সভাপতি সম্পাদকের মধ্যে মোশারেফ হোসেন, ইয়াকুব আলী, এসএম গোলাম সরোয়ার শামীম, বাবু মিয়া, শরিফুল ইসলাম, তোফান আলী, আব্দুল গফুর, আবু হাসেম, সাইদুর রহমান সাঈদ মেম্বার, আব্দুস সামাদ, আলফাজ আলী, মোখছার আলী, আব্দুল জলিল, কিবরিয়া, শামসুল হক, শামিম রেজা, শেখ মনিরুল ইসলাম, সিরাজুল ইসলাস, সাইরাজ মেহেদী লাভলু, মিরাজুল ইসলাম রঞ্জু, বাবু, রাজু, সোহাগ, জজসহ সকল সমিতির সদস্যরা প্রমুখ।