আলমডাঙ্গার অনুপনগরে বিষপানে বৃদ্ধর আত্মহত্যা
বাড়াদী প্রতিনিধিঃ আলমডাঙ্গার বাড়াদী ইউনিয়নের অনুপনগরে এক বৃদ্ধ বিষপানে আত্মহত্যা করেছে।
জানা গেছে গত বুধবার সকালে অনুপনগরের মৃত সিফাতউল্লাহ মন্ডলের ছেলে তাহাজ উদ্দিন (৮৫) ভাত খাওয়া নিয়ে নিজ স্ত্রিকে মারধর করে।
এতে স্ত্রী আহত হলে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।
এ সময় তাহাজ উদ্দিন নিজ বেগুনের ক্ষেতে গিয়ে বিষপান করে।
তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হারদী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে দ্রুত কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার করে।
কুষ্টিয়া যাওার পথে রাতেই তার মৃত্যু হয়।
বিষয়টি আলমডাঙ্গা থানা পুলিশকে জানালে এস আই মীর মেজবাহুর দারাইন ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরতহাল প্রতিবেদন করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা মর্গে পঠান।
মযনা তদন্ত শেষে গতকাল বুধবার বেলা ৫ টার দিকে গ্রাম্য কবরস্থানে দাফন সম্পন্ন হয় বলে জানা গেছে।
এ বিষয়ে স্ত্রী ফুলজান জানান, আমাকে মারধর করার পর আমরা হাসপাতালে যায় হাসপাতাল থেকে আসার সময় শুনতি পালাম বেগুনের ভুইতে গিয়ে বিষ খেয়েছে, আমার সব শেষ হয়ে গেলো।
এ বিষয়ে আলমডাঙ্গা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানা গেছে।