আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নুরুল ইসলাম দীপু
আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নুরুল ইসলাম দিপু। গতকাল রোববার তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। প্রভাবশালী প্রতিদ্বন্দ্বী প্রার্থি সরে দাঁড়ানোর ঘটনা শহরে বেশ আলোচিত হচ্ছে।
জানা গেছে,আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাধারণ অভিভাবক সদস্য নির্বাচন আগামী ২৫ মে অনুষ্ঠিত হবে। নির্বাচনে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।
ব্যালেট নং অনুযায়ী প্রার্থীরা হলেন আ,ক,ম রাসেল পারভেজ রাজু, নুরুল ইসলাম দীপু, মেহেদী হাসান, শরিফুল ইসলাম, সাইফুল ইসলাম ও সোহেল রানা শাহীন।
নির্বাচনে প্রার্থীদের প্রচার প্রচারণার এক পর্যায়ে হঠাৎ করেই গতকাল রোববার সকাল থেকেই নুরুল ইসলাম দীপু নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন বলে শহরে গুঞ্জন ওঠে।
সন্ধ্যায় তিনি সাংবাদিকদের জানান, তিনি অভিভাবক সদস্য নির্বাচনে অংশ গ্রহণ করেছিলেন। তার ব্যালেট ক্রমিক নং ছিল-২। তিনি বাদেমাজু বাদল স্মৃতি একাডেমির প্রধান শিক্ষক। স্কুলের দ্বায়িত্ব পালন করে বাড়তি দ্বায়িত্ব পালন করা তার পক্ষে কঠিন।
এ ছাড়াও তিনি শারীরিক অসুস্থতার কারণে নির্বাচন করতে ইচ্ছুক নন। এ জন্য স্বেচ্ছায় নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। পরে তিনি এ বিষয়ে সাংবাদিকদের কাছে লিখিতভাবেও নির্বাচন থেকে সরে আসার বিষয়টি জানান।