আলমডাঙ্গায় ভোক্তাধিকার অধিদপ্তরের ভ্রাম্যমান অভিযানে পরিচালনা দুই প্রতিষ্ঠানে ৩০ হাজার টাকা জরিমানা
আলমডাঙ্গায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভ্রাম্যমান অভিযান পরিচালনা করে দুই প্রতিষ্ঠানে ৩০ হাজার টাকা জরিমানা করেছে। অভিযানে ক্যানেলপাড়ার মনি ফুড প্রোডাক্টস এন্ড বিস্কুট ফ্যাক্টরীতে ২০ হাজার ও আনন্দধামের ফাতেমা স্টোরে ১০ হাজার টাকা জরিমানা করেন। ১৫ মে সোমবার সাড়ে ১১ টার দিকে চুয়াডাঙ্গা ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সজল আহমেদ ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন।
জানাগেছে, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গার সহকারি পরিচালক সজল আহমেদের নেতৃত্বে আলমডাঙ্গা শহরের বিভিন্ন প্রতিষ্ঠানে ভ্রাম্যমান অভিযান চালান। অস্বাস্থ্যকর পরিবেশে, পচা ডিম দিয়ে বিস্কুট, কেক, পাউরুটি তৈরির অভিযোগে শহরের ক্যানেলপাড়ার মনি ফুড প্রোডাক্টস এন্ড বিস্কুট ফ্যাক্টরীতে অভিযান পরিচালনা করেন। অভিযোগের সত্যতা পেয়ে মনি ফুড প্রোডাক্টস এন্ড বিস্কুট ফ্যাক্টরীর মালিক মনিরুজ্জামান মনিকে ২০ হাজার টাকা জরিমানা ও ১০ দিনের জন্য ফ্যাক্টরীর সকল কার্যক্রম বন্ধ রাখান নির্দেশ প্রদান করেন।
এরপর আলমডাঙ্গা জামজামি সড়কে আনন্দধাম এলাকার ফাতেমা স্টোরে অভিযান পরিচালনা করেন। ফাতেমা স্টোরের পণ্যের মূল্য তালিকা না থাকা, ফ্রিসে মেয়াদোত্তীর্ন কোল্ড ড্রিংস, নকল খাবার স্যালাইন বিক্রয়সহ নানা অপরাধে মালিক আব্দুর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করেন। এসময় আলমডাঙ্গা থানা এসআই মেজবাহুরসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।