আলমডাঙ্গায় দুই প্রতিষ্ঠানসহ ৬ জনকে অর্থদন্ড
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
মে ১৪, ২০২৩
98
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
আলমডাঙ্গায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রন আইন এবং সড়ক পরিবহন আইনে ৬টি মামলায় ৪ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। ১৩ মে শরিবার শহরের আনন্দধাম সড়কে, রেল ষ্টেশন ও কালিদাসপুর কুষ্টিয়া সড়কে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার ভ‚মি রেজওয়ানা নাহিদ।
জানাগেছে, আলমডাঙ্গা শহরের অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রন আইন-১৯৫৬ এবং সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে শহরের আনন্দধাম সড়কের দুটি প্রতিষ্ঠানে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রন আইন ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এরপর রেল ষ্টেশন এলাকায় ও কালিদাসপুর কুষ্টিয়া সড়কে ৪ জনকে সড়ক পরিবহন আইনে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে আলমডাঙ্গা থানা পুলিশ উপস্থিত ছিলেন।