আলমডাঙ্গার ঘোলদাড়ি পাইকপাড়ায় দু' জুয়াড়ী আটক
আলমডাঙ্গার ঘোলদাড়ি পাইকপাড়ায় দু' জুয়াড়ীকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার (১২ মে) রাত সাড়ে ১০ টার দিকে ঘোলদাড়ি ফাঁড়িপুলিশ তাদের আটক করে।
আটকৃতরা হলেন- আইলহাঁস ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মাঝের পাড়ার মতিয়ার রহমানের ছেলে মুক্তাদুল (২০) ও রায়হান আলীর ছেলে রাসেল (২১)।
পুলিশসূত্রে জানা যায়, পাইকপাড়া গ্রামের জিকে ক্যানেলের উপর দাউদ মন্ডলের ছেলে ইয়ামিনের চা'র দোকান রয়েছে। রাত হলেই সেই চা'র দোকানে রমরমা জুয়ার আসর চালায়। ঘোলদাড়ি ফাঁড়িপুলিশ বিভিন্ন সময় অভিযান চালালেও জুয়াড়ীরা ধরা ছোয়ার বাইরে চলে যায়। গত শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফাঁড়িপুলিশ অভিযান চালিয়ে দু' জুয়াড়ীকে আটক করে। পুলিশের উপস্থিতে অনেকে পালিয়ে গেলেও দুজন আটক হন।
ঘটনাস্থল থেকে জুয়া খেলায় ব্যবহৃত ১ সেট তাস ও ৫২০ টাকা উদ্ধার করে পুলিশ। দু' জুয়াড়ীর বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করেছে পুলিশ।