২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

সাতক্ষীরায় নতুন করে ১৩ জনের করোনা শনাক্ত

প্রতিনিধি :
সুজন ইভান
আপডেট :
আগস্ট ১৭, ২০২০
191
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

সাতক্ষীরায় নতুন করে গত ২৪ ঘণ্টায় এক পুলিশ সদস্যসহ ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় সোমবার পর্যন্ত মোট ৯১৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। সোমবার পিসিআর ল্যাব থেকে পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্টে এ তথ্য জানা গেছে বলে জানিয়েছে সাতক্ষীরার স্বাস্থ্য বিভাগ।

সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার পর্যন্ত এ জেলা থেকে মোট চার হাজার ৫২৫ জনের নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়। ইতোমধ্যে তিন হাজার ৩৫৩ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌঁছেছে। এর মধ্যে ৯১৬ জনের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ ও বাকি সব নেগেটিভ এসেছে। এছাড়া ৬৮১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

সিভিল সার্জন আরো জানান, ইতোমধ্যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লকডাউন করা হয়েছে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram